জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 21 অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনী প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। বুধবার প্রকাশিত হয়েছে নির্বাচনী ইশতেহার। বিলি করা হয়েছে ভোটার আইডি কার্ড। কাউন্সিলে 11 টি আসনের জন্য অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ভোটার রয়েছে জেলা মহকুমা নিয়ে 32 জন। বুধবার টি সি এ সম্পাদক পদপ্রার্থী সুব্রত দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, মাত্র 32 জন ভোটারের মধ্যে মহাকুমা ভোটারদের রাজধানীর বিভিন্ন হোটেলে আটকে রেখেছে একটি দুষ্টচক্র। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দান করতে না পারে। উল্লেখ্য টি সি এ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে তপন লোদ। বাকি নির্বাচন হবে শুধুমাত্র সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে।
খেলা
টিসিএ- ভোটারদের হোটেল বন্দি করে রাখার অভিযোগ
- by janatar kalam
- 2022-10-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this