2024-12-18
agartala,tripura
খেলা

শুরু হলো আন্ত অফিস ক্রিকেট প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে আন্ত অফিস ক্রিকেট প্রতিযোগিতা। এিপুরা আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থা পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতা রবিবার থেকে নড়সিংগড়স্থিত পঞ্চায়েত মাঠে শুরু হল।প্রতিযোগিতায় মোট 11 টি রেক্রিয়েশন ক্লাব অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে এিপুরা আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জী। আগামী 3রা নভেম্বর সংস্থা পরিচালিত সবগুলি খেলার পুরস্কার তুলে দেওয়া হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service