2024-12-15
agartala,tripura
খেলা

নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খেলাধুলায় গুরুত্বারোপ করেছে সরকার : মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খেলাধুলার মধ্যে যুক্ত করতে চাইছে যুবসমাজকে। যেটা আগের সরকারের জমানায় ছিল না।বললেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার গুরুত্বারোপ করেছে খেলাধুলার উপর। খেলাধুলায় যুক্ত করে বিপথগামী যুবসমাজকে স্বাভাবিক জীবনে ফিরাতে চাইছে সরকার। একদিকে যেমন নেশা মুক্ত ত্রিপুরা গড়ে উঠবে তেমনি সুশৃংখল যুবসমাজ তৈরি হবে রাজ্যে। বর্তমানে খেলাধুলায় ত্রিপুরা রাজ্য আন্তর্জাতিক স্তরে একটি বিশেষ মর্যাদা পেয়েছে। টেনিস খেলায় ত্রিপুরা যুক্ত হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে। সেটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। যেটা পূর্বেকার সরকারের সময় ছিল না। সোমবার এশিয়ান 16 এন্ড আন্ডার রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করে কথাগুলো বললেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ জেগে ওঠে। জাতীয় সংহতি সুদৃঢ় করার জন্য অত্যন্ত প্রয়োজন খেলাধুলা। খেলাধুলা বর্ডার মানে না।দেশ-বিদেশের খেলোয়াড়দের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে খেলাধুলা। তাই বর্তমান দেশের প্রধানমন্ত্রী রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী খেলাধুলার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
এশিয়ান টেনিস ফেডারেশন এন্ড অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন এর উদ্যোগে এবং ত্রিপুরা টেনিস এসোসিয়েশন এর পরিচালনায় মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে আয়োজিত এদিনের টুর্ণামেন্টে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা , ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সভাপতি সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service