2024-12-18
agartala,tripura
খেলা

নর্থইস্ট হচ্ছে খেলাধুলার মেইন পাওয়ার হাউস : যীষ্ণু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নর্থইস্ট হচ্ছে খেলাধুলার মূল শক্তি কেন্দ্র। নর্থ-ইস্টকে বাদ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলোয়ারদের মানোন্নয়ন সম্ভবও নয়। বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। রাজধানীর এন এস আরসিসির ইনডোর স্টেডিয়ামে আয়োজিত নর্থইস্ট জোন ইন্টারস্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ 2022 এর উদ্বোধন করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন ,নর্থইস্ট হচ্ছে স্পোর্টসের মেইন পাওয়ার হাউস। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উত্তর-পূর্বাঞ্চলের ছেলেমেয়েরা অনেক পদকজয়ী করেছে। শুধু ব্যাডমিন্টন নয় অন্যান্য খেলায়ও এগিয়ে রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের খেলোয়াড়রা। উপমুখ্যমন্ত্রী এদিন খেলাধুলার মানোন্নয়নের উত্তরপূর্বাঞ্চলের ছেলেমেয়েদের আরও ও অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, খেলাধুলার মাধ্যমে সারাদেশ তথা বিশ্বের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে উত্তর-পূর্বাঞ্চল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরার চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তুর সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রতিযোগিতা শেষ হবে আগামী 11 ই সেপ্টেম্বর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service