জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক আনুকূল্যে মজলিশপুরবাসীর দীর্ঘবছরের স্বপ্ন পূরণের পথে।মজলিশপুর বিধানসভা কেন্দ্রের শচীন্দ্রনগর স্কুলের মাঠে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। উল্লেখ্য ২০১৮ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরই বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরীর স্বপ্ন ছিল মজলিশপুরে একটি বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরি করার। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর শ্রী চৌধুরী এখানে সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মজলিশপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ তৈরীর কাজ এখন প্রায় শেষ। শীঘ্রই হবে মাঠটির উদ্বোধন। শনিবার দুপুরে এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবলটার্ফ”-মাঠ এর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছে মন্ত্রী। এই সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে যথাশীঘ্র এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়।এদিন মন্ত্রী বলেন, রাজ্যে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সবার সহযোগিতায় তাদের এগিয়ে নিয়ে যেতে চায় সরকার।এদিন পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা পাইমং মগ,উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।
খেলা
মজলিশপুরবাসীর দীর্ঘবছরের স্বপ্ন পূরণের পথে
- by janatar kalam
- 2022-08-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this