জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা এমবিবি স্টেডিয়ামে
সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে সোমবার মুখোমুখি হয় ব্লাড মাউথ ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়েই এদিন শেষ হয় দুই দলের শিরোপা দখলের ম্যাচটি। সকালে ডু অর ডাই ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, টিসি এর সভাপতি তপন লোধসহ আরো অনেকে। অনুষ্ঠানের অতিথিরা সাদা পায়রা উড়িয়ে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা করেন এদিন। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ক্রিকেটের মান উন্নয়ন হোক সেটা প্রত্যেকেই চায়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হয়। সমস্যা থাকবে এরপরেও সমাধান নিয়ে এগিয়ে আসতে হবে। ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মাঠ সংস্কার হয়েছে। ক্রিকেটে পয়সার অভাব নেই। তাই ক্রিকেটারদের পাশে রয়েছে টিসিএ। তবে ক্রিকেটের দিক দিয়ে ত্রিপুরাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে ক্রিকেটারদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অনুশীলনের উপর। ইন্টারনেটের মাধ্যমে এখন অনেক কিছু জানা সম্ভব। প্রশিক্ষণের পাশাপাশি ইন্টারনেটকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্রিকেটারদের প্রতি এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।
খেলা
টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালের উদ্বোধক মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-08-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this