জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক মহিলাকে খুনের দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা সেশন বিচারপতি অংশুমান দেববর্মা। ৫ হাজার টাকা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারপতি । প্রসঙ্গত ২০১৯ সালে লক্ষ্মী মুন্ডা নামে এক মহিলাকে খুন করেছিল সঞ্জয় মুন্ডা নামে এক ব্যক্তি । শুক্রবার মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য বাক্যের উপর ভিত্তি করে বিচারপতি এই সাজার আদেশ শোনান । ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ সালে ১১ মার্চ ধর্মনগরের হাফলং মুন্ডা টিলাতে একটি দোকানের সামনে সঞ্জয় মুন্ডা ও লক্ষ্মী মুন্ডাকে প্রচন্ড ঝগড়া করতে দেখতে পেয়েছিল এলাকাবাসী । তখন চাপের মুখে তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল । বাস্তবে তারা স্বামী স্ত্রী ছিল না । একই দিনে রাত্রি আটটার দিকে পুনরায় ঝগড়া দেখতে পেয়েছিল মানুষ । তখন কিছু লোক ছুটে এসে তাদের দুজনকে দুদিকে পাঠিয়ে দিয়েছিল। পরদিন ভোরবেলা লক্ষ্মী মুন্ডার মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। এরপরই পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয় মুন্ডাকে।
অপরাধ
রাজ্য
খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
- by janatar kalam
- 2023-08-11
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this