2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক মহিলাকে খুনের দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা সেশন বিচারপতি অংশুমান দেববর্মা। ৫ হাজার টাকা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারপতি । প্রসঙ্গত ২০১৯ সালে লক্ষ্মী মুন্ডা নামে এক মহিলাকে খুন করেছিল সঞ্জয় মুন্ডা নামে এক ব্যক্তি । শুক্রবার মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য বাক্যের উপর ভিত্তি করে বিচারপতি এই সাজার আদেশ শোনান । ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ সালে ১১ মার্চ ধর্মনগরের হাফলং মুন্ডা টিলাতে একটি দোকানের সামনে সঞ্জয় মুন্ডা ও লক্ষ্মী মুন্ডাকে প্রচন্ড ঝগড়া করতে দেখতে পেয়েছিল এলাকাবাসী । তখন চাপের মুখে তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল । বাস্তবে তারা স্বামী স্ত্রী ছিল না । একই দিনে রাত্রি আটটার দিকে পুনরায় ঝগড়া দেখতে পেয়েছিল মানুষ । তখন কিছু লোক ছুটে এসে তাদের দুজনকে দুদিকে পাঠিয়ে দিয়েছিল। পরদিন ভোরবেলা লক্ষ্মী মুন্ডার মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। এরপরই পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয় মুন্ডাকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service