2024-12-15
agartala,tripura
রাজ্য

খুঁটি পূজার মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজধানীর নেতাজী প্লে ফোরাম সেন্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর দেড় মাস। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা আসন্ন। সময় বেশি নেই। ইতিমধ্যে রাজধানীর বিগ বাজেটের পূজা উদ্যোক্তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বনেদী ক্লাবগুলি খুঁটি পূজার মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

রাজধানীর বিগ বাজেটের পূজার মধ্যে একটি হল নেতাজী প্লে ফোরাম সেন্টার। শুক্রবার নেতাজী প্লে ফোরাম সেন্টারের দুর্গা পূজার খুঁটি পূজা হয়। এদিন রীতি নীতি মেনে হয় খুঁটি পূজা। এবছর ক্লাবের পূজার বাজেট প্রায় ৪৫ লাখ টাকা। পুজো মণ্ডপ তৈরির করবেন পশ্চিমবঙ্গের নদীয়ার শিল্পী।

প্রতিমা তৈরি করবেন রাজ্যের মৃৎ শিল্পী শৈলেন দাস। আলোক সজ্জায় রাজ্যের শিল্পী।ক্লাবের পূজা কমিটির সম্পাদক জানান, নেতাজী প্লে ফোরাম সেন্টারের এবারের দুর্গা পুজোর থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর। শুক্রবার খুঁটি পুজোর মধ্যদিয়ে নেতাজী প্লে ফোরাম সেন্টার তাদের পুজার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

এদিন খুঁটি পূজায় ক্লাবের কর্মকর্তা সদস্যরা অংশ নেন। পূজা কমিটির আশা প্রতিবছরের মতো এবারো ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service