2024-12-19
agartala,tripura
রাজ্য

খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল রাধানগরের রাধা মাধব উন্নয়ন সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আর মাত্র দুই মাস ও কিছু সময়ের বাকি। মা আসছেন। দুর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। আর শুক্রবার মনসা পূজোর পূর্ণ লগ্নে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল রাধানগরের রাধা মাধব উন্নয়ন সংঘ । শিশুদের বহুলপ্রিয় একটি কম্পিউটার গেমকে সামনে রেখে প্যান্ডেল করা হচ্ছে। ১৫ লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে এবছরের দুর্গাপুজোয়। মণ্ডপ-নির্মাণ করছেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মৃদুল দেবনাথ এবং বাবুল দেবনাথ । এ দিন রাধামাধব উন্নয়ন সংঘের পূজা কমিটির সম্পাদক ভাস্কর চক্রবর্তী জানান এ বছরও তাদের পুজো প্যান্ডেল শিশুদের মধ্যে ব্যাপক সারা ফেলবে। উল্লেখ্য শিশুদের বহুল প্রিয় কম্পিউটার গেমের আদলে পুজো প্যান্ডেল রাজ্যে এই প্রথম গড়ে তোলা হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service