জনতার কলম ওয়েবডেস্ক :- নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বর খালসার সঙ্গে যুক্ত খালিস্তানপন্থী চরমপন্থী গোষ্ঠী ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য ব্রিটেন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারত। এই পদক্ষেপকে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াই আরও জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেছে ভারত।
সোমবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত-বিরোধী চরমপন্থী কার্যকলাপে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ব্রিটেন সরকারের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এই উদ্যোগ সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে শক্তিশালী করবে, পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক অপরাধ চক্র দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
তিনি আরও বলেন, “এই ধরনের ব্যক্তি ও সংগঠন শুধু ভারত বা ব্রিটেনের জন্য নয়, সারা বিশ্বের সাধারণ মানুষের জন্যও হুমকি। সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা আরও মজবুত করতে আমরা ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।”
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ব্রিটেনের ট্রেজারি বিভাগ খালিস্তানপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে গুরপ্রীত সিং রেহাল-এর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এবং তাঁর পরিচালকের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি, বাব্বর খালসাকে সমর্থন ও প্রচারের অভিযোগে সংগঠন **‘বাব্বর অকালী লেহর’-এর ওপরও সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনায় খালিস্তানি চরমপন্থা দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। চলতি বছরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইস্যুটি উত্থাপন করেন। তিনি স্পষ্টভাবে জানান, গণতান্ত্রিক সমাজে উগ্রপন্থা ও হিংসাত্মক চরমপন্থার কোনও স্থান নেই।
বিদেশসচিব বিক্রম মিস্রীও নিশ্চিত করেছেন যে, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে ভারত বারবার এই বিষয়টি তুলে ধরেছে।
সম্প্রতি লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী আন্দোলনকারীদের দ্বারা ভাঙচুর ও ভারত-বিরোধী বিক্ষোভের ঘটনায় এই ইস্যু আবার নতুন করে আন্তর্জাতিক গুরুত্ব পায়।


Leave feedback about this