2025-08-25
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ক্ষমতায় টিকে থাকতে ভোটার তালিকা সংশোধনের খেলায় বিজেপি: মানিক

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- সীতারাম ইয়েচুরির জন্মদিন উপলক্ষে সোমবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার দেশের নির্বাচন কমিশনকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাইরে গণতন্ত্রের মুখোশ পরলেও ভেতরে ভেতরে গণতন্ত্রকে হত্যা করছে তারা। বিহারে জোট সঙ্গীর সঙ্গে সম্পর্ক টালমাটাল বুঝে নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও নিয়ম অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতেই তালিকা প্রকাশিত হয়েছিল।

মানিক সরকারের মতে, ক্ষমতায় টিকে থাকতে বিজেপি নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আক্রমণ চালাচ্ছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের ময়দানে থাকতে হবে বামপন্থী নেতা-কর্মীদের।

এদিন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের মহকুমা সম্পাদক ও বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, সুরেশ দাস ও রাজ্য কমিটির সদস্য জেসমিন সুলতানা প্রমুখ।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service