জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্ত বেশিদিন মজুত করে রাখা যায় না। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখা প্রয়োজন। রক্তের বিকল্প কিছু নেই। বাজার থেকে রক্ত কেনা যায় না। এক ব্যক্তিই অপর ব্যক্তিকে রক্ত দিতে পারেন। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তাই তিনি সকলের কাছে আবেদন রাখেন অনুপ্রাণিত হয়ে রক্তদানে এগিয়ে যাতে আসেন ঘাটতি পূরণে। এদিন মুখ্যমন্ত্রী পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর বলেন, এবারের লোকসভা নির্বাচনে এন ডি এ জোট ৪০০ আসন পার করবে।
তিনি বলেন পশ্চিমবাংলায় প্রচারে গিয়ে মানুষের মধ্যে ভালো সাড়া দেখতে পাচ্ছেন এবং বিজেপি জোট ৪০০ আসন পাবে। তিনি দাবি করেন পশ্চিম বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে বিজেপির লক্ষ্য ৩২ টি। বিজেপি ১৭০ টির বেশি আসন পাবে না বিরোধীদের এই দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন বিরোধীরা ভয় পাচ্ছে ওরা কাউন্টিং হলে লোক পাবে কিনা? এসব বলে বিরোধীরা কাউন্টিং হলে লোক নেওয়ার চেষ্টা করছে।
বর্তমানে ঊর্ধ্বগতি বিমান ভাড়া নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবিষয়ে ওয়াকিবহাল। ভাড়ার বিষয়টি সরকারের এক্তিয়ারে নেই। সরকারের নিয়ন্ত্রণে না থাকলেও কেন্দ্র ও রাজ্য সরকার চায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে যাতে না যায় বিমান ভাড়া। সে বিষয়টি নিয়ে তিনি ফের কথা বলবেন বলে জানান।
এদিকে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ চপলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, তীব্র গরমের মধ্যে মানুষ যেভাবে এসি সহ বিভিন্ন জিনিস ব্যবহার করছে তাতে চাহিদা ও যোগানের যেমন একটা বিষয় রয়েছে তেমনি বিদ্যুতের পুরনো যন্ত্রাংশ অনেক সময় নষ্ট হয়ে যায়। বিষয়টি দেখা হচ্ছে।
Leave feedback about this