জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহর বাবুরবাজার টিলাগাঁও তহসিল কাছারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। জানা যায় বিগত কয়েক মাস পূর্বে বাবুরবাজারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে,৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। মঙ্গলবার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রীর উদ্যোগে কৈলাশহর বাবুরবাজার টিলাগাঁও তহশীল কাছারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ,কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ,রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশর আলী প্রমুখ।
Leave feedback about this