2024-12-16
agartala,tripura
রাজ্য

ক্রীড়া দপ্তরের অধিকর্তার নিকট স্মারকলিপি জমা ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়ারদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা। বুধবার এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে। অভিযোগ অধিকর্তার এদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা এদিন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেন।

ত্রিপুরা স্কাউড গাইড ভলান্টিয়াররা জানায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীন সম্প্রতি ত্রিপুরা স্কাউড গাইড-র নতুন কমিটি গঠন করা হয়। তারপর দপ্তরের অধিকর্তার কার্যালয়ে কর্মরত দুই জন স্কাউড গাইড প্রতিক্ষককে কর্মচ্যুত করা হয়েছে। তাই তারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করেছে। অধিকর্তা কি ব্যবস্থা নেয় তাই দেখার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service