2024-12-19
agartala,tripura
রাজ্য

ক্যাশলেস লেনদেনের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ২নং কনফারেন্স হলঘরে রাজ্যের আটটি জেলায় অবস্থিত জেলা পরিবহন কার্যালয় গুলিতে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে পরিবহন দপ্তরের উদ্যোগে ক্যাশলেস লেনদেনের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই ক্যাশল্যাশ পরিষেবার শুভ সূচনা করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সারা দেশের সাথে আমাদের রাজ্যেও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার পর থেকেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা। মোবাইলের মাধ্যমে এক মুহূর্তে সর্বত্র টাকা পাঠানো যায়। একই সঙ্গে কেনাকাটার বিল পরিশোধ, ঋণ সুবিধাসহ যোগ হয়েছে নতুন নতুন অনেক পরিষেবা। ফলে মোবাইল আর্থিক সেবার উপর সাধারণ মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে নির্ভরশীলতা। গ্রাহকের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। এই বিষয়টি মাথায় রেখে প্রতিদিন বিভিন্ন কাজে রাজধানী আগরতলা সহ রাজ্যের আটটি জেলার জেলা পরিবহন কার্যালয় গুলিতে বিভিন্ন পরিষেবা নিতে আসা রাজ্যের সর্বস্তরের জনগণ যাতে প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ক্যাশলেস লেনদেন করতে পারেন তার জন্য আজ থেকে পরিবহন দপ্তরের জেলা কার্যালয় গুলিতে ক্যাশলেস লেনদেনের সূচনা করলো রাজ্যের পরিবহণ দপ্তর। আজ থেকে বিভিন্ন জেলার পরিবহণ কার্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে চালু হলো নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন বা ক্যাশলেস ট্রানজেকশন। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, আধুনিক প্রযুক্তি কুইক রেসপন্স (কিউআর) কোডের মাধ্যমেও এখন থেকে পরিবহণ ভবনে যেকোনো কাজের জন্য আর্থিক লেনদেন করা যাবে। বর্তমান সময়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবাদে কিউআর কোড আমাদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন দোকানে ফোন নম্বর স্ক্যান করতে, কোনো ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে কিউআর কোডের জুড়ি নেই। সময়ের সাথে তাল মিলিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পয়েন্ট অব সেলস (পিওএস) এবং ই-কমার্স তথা অনলাইনভিত্তিক লেনদেন আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যা সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করেছে। রাজধানী আগরতলা সহ অন্যান্য জেলাগুলোর জেলা পরিবহণ কার্যালয় গুলোতে প্রযুক্তির মাধ্যমে নির্ভয়ে স্বচ্ছতার সঙ্গে ক্যাশলেস লেনদেনের আওতায় আনার এই প্রয়াস নিঃসন্দেহে ক্যাশলেস লেনদেন করা ভোক্তাদের সাহায্য করবে। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকেই রাজ্যের আটটি জেলায় কুইক রেসপন্স (কিউআর) কোড, ডেবিট কার্ড ও ইউপিআই এর মাধ্যমে লেনদেন শুরু হয়ে গিয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে পশ্চিম ত্রিপুরা জেলায় এই ক্যাশলেস লেনদেন চালু করা হয়েছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্য জেলা গুলোতেও এই ব্যবস্থা সম্প্রসারিত করার অঙ্গ হিসেবে আজ থেকে সব জেলাতেই এই পরিষেবার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। আজকের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী সহ এই ক্যাশলেস পরিষেবা প্রদানকারী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service