জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যানসার হাসপাতালে হেল্পডেক্স চালু হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের ক্যানসার আক্রান্ত রোগীরা অল্প সময়ের মধ্যে যাতে ভাতা পেতে পারেন সেই লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে যারা সরকারি চাকুরি করেননা এবং যাদের বার্ষিক আয় ১,৫০,০০০ টাকার নিচে তারা এই ভাতা পেয়ে থাকেন। ইতিমধ্যে রাজ্যে প্রায় হাজারের মতো ক্যানসার আক্রান্ত রোগী এই ভাতা পাচ্ছেন। তিনি বলেন, রাজ্যের প্রত্যেক মানুষ যাতে বুঝতে পারেন রাজ্যের বর্তমান সরকার তাদের নিজেদের সরকার সেই লক্ষ্যে এই ধরণের সহায়তা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে রিজিওন্যাল ক্যানসার হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী বলেন, মানুষের সেবা করা সবচেয়ে বড় কাজ। জনগণকে ক্যানসার সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়ে তিনি আজ থেকে চালু হওয়া এই হেল্পডেক্স ক্যানসার রোগীদের চিকিৎসায় বিশেষ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়।
অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোগীকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ডা. দিলীপ দাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার আক্রান্ত রোগীদের হাতে সহায়তা কেন্দ্র থেকে ফর্ম তুলে দেন।
Leave feedback about this