জনতার কলম ওয়েবডেস্ক :- তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম-কিষাণ সম্মান নিধির ২১তম কিস্তি হিসেবে ১৮ হাজার কোটি টাকা দেশের কৃষকদের উদ্দেশে প্রকাশ করলেন। এই কিস্তির মাধ্যমে দেশের প্রায় ৯ কোটি কৃষক উপকৃত হবেন। একইসঙ্গে কোয়েম্বাটুরের কোডিসিয়া ট্রেড ফেয়ার কমপ্লেক্সে প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন ২০২৫-এরও উদ্বোধন করেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছরে কৃষিক্ষেত্রে একাধিক রূপান্তরমূলক সংস্কার হয়েছে। প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে ভারত আজ বৈশ্বিক কেন্দ্র হিসেবে উঠে আসছে এবং দেশের জীববৈচিত্র্য নতুন রূপ পাচ্ছে। তিনি আরও জানান, কৃষিপণ্যের রপ্তানি দ্বিগুণ হয়েছে এবং কৃষিকে আধুনিক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে ১০ লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি, বায়ো-সার-এর উপর জিএসটি কমানোয় কৃষকদের বড় সুবিধা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন কৃষিকে আধুনিক ও স্কেলযোগ্য সুযোগ হিসেবে দেখছে। উন্নত ভারতের লক্ষ্যে ভবিষ্যতমুখী কৃষি ব্যবস্থা তৈরিতে সম্মিলিত প্রচেষ্টার উপর তিনি জোর দেন। কৃষকদের উদ্দেশে তিনি আহ্বান জানান—এক মরসুমে অন্তত এক একর জমিতে প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ করে তার ফল নিজেরাই দেখার জন্য।
অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগন বলেন, তামিলনাড়ুর ২২ লক্ষ কৃষক ইতিমধ্যেই পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঁচজন বিশিষ্ট প্রাকৃতিক কৃষি বিশেষজ্ঞকে সংবর্ধনা প্রদান করেন। প্রদর্শনীতে জৈব উৎপাদন, প্রাকৃতিক কৃষির উদ্ভাবন এবং শ্রেষ্ঠ কৃষি পদ্ধতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকের কৃষকদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলও পরিদর্শন করেন।





Leave feedback about this