জনতার কলম ওয়েবডেস্ক :- বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজ। কংগ্রেস-সহ বিরোধীদের সমালোচনা করে রিজিজু বলেছেন, কোনও বিরোধী দলেরই পাকিস্তানের ভাষায় কথা বলা উচিত নয়। সোমবার রিজিজু বলেছেন, বিরোধীরা ইউ-টার্ন নিয়েছে। এমনটা চলবে না। আধঘণ্টা পর সংসদের কার্যক্রম আবার শুরু হবে। প্রতিরক্ষামন্ত্রী বিতর্ক শুরু করবেন। আমি সকলকে তাঁর কথা শোনার জন্য অনুরোধ করছি। কোনও বিরোধী দলেরই পাকিস্তানের ভাষায় কথা বলা উচিত নয়।
অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরুর আগেই লোকসভার অধিবেশন মুলতবি হওয়ার বিষয়ে সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, কংগ্রেস এবং বিরোধীরা এখন অপারেশন সিঁদূব নিয়ে আলোচনা থেকে কেন পালিয়ে যাচ্ছে? কিরেণ রিজিজু আরও বলেছেন, আমরা সকলেই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। আলোচনা শুরু হওয়ার ১০ মিনিট আগে, বিরোধীরা তাদের এজেন্ডা নিয়ে আসে যে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে যে, এরপরে, এসআইআর ইস্যুটি নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মাত্র ১০ মিনিট আগে এমন শর্ত আনা ঠিক নয়।
বিহারে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে সোমবার শুরুতেই উত্তাল সংসদ। ব্যাপক হইচইয়ের কারণে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। তার আগে সংসদ ভবন চত্বরে এসআইআর ইস্যুতে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতারা। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলেনতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও।
পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, স্লোগান দিতে থাকেন বিরোধীরা। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। তুমুল হইচইয়ের জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
Leave feedback about this