2025-04-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য স্বাস্থ্য

কেরাসিন পান করে মৃত্যু হলো এক শিশুর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্ভবত কেরাসিন পান করে মৃত্যু হলো এক শিশুর। শিশুটির মা বাবা এমনটাই আশঙ্কা করছেন। মৃত শিশুটির নাম শিবানী দেবনাথ। বাড়ি বিলোনিয়া। জিবি হাসপাতালে আনার পরও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ৩ বছর ৮ মাসের শিশু শিবানীর। সন্তানের এই মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েন মা বাবা দুই জন্যেই।

তাদের অভিমত, শিশুটি বুধবার সকালে স্কুল থেকে আসার পর ভাত খেয়ে পাশের বাড়িতে গিয়েছিলো। ওই বাড়িতেও একটি শিশু সন্তান রয়েছে। তখন খেলারছলে জল ভেবে কেরোসিনে হয়তো খেয়ে নিয়েছে। তারপর অসুস্থ হয়ে পড়লে বিলোনিয়া হাসপাতাল থেকে জিবি তে আনা হয়। বুধবার রাতেই মৃত্যু হয় ছোট্ট শিবানীর। তার মৃত্যুতে বিলোনিয়ার এন সি নগর এলাকায় শোকের ছায়া নেমে

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service