জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং ওয়াকফ বোর্ড অফিস পরিদর্শন করলেন মঙ্গলবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। উনার সঙ্গে ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ দপ্তরের আধিকারিকরা। সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং ওয়াকফ বোর্ড অফিস পরিদর্শনকালে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া কথা বলেন অফিসে কর্মরত কর্মীদের সাথে।
দপ্তরের আধিকারিকদের সাথেও একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। পরে তিনি জানান সংখ্যালঘু কল্যাণ দপ্তর রাজ্যের সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে সংখ্যালঘুদের জন্য।
এদিন দপ্তরের আধিকারিক ও অফিসের কর্মীদের সাথে কথা বলেছেন। তাদের বক্তব্য শুনেছেন। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অফিস ও ওয়াকফ বোর্ডের অফিসটি করুন অবস্থায় রয়েছে। এবিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান।
Leave feedback about this