2024-12-19
agartala,tripura
দেশ রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই প্রথম ত্রিপুরায় হতে যাচ্ছে এন ই সির বৈঠক জানালেন মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত এলাকা, উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হবে নর্থ-ইস্ট কাউন্সিলের বৈঠকে। আলোচনা হবে ত্রিপুরায় উদ্ভাবনী কি কি কাজ হয়েছে সেসব বিষয় নিয়ে। উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিজেদের বিষয় নিয়ে আলোচনা করবেন।

এই প্রথম ত্রিপুরায় হচ্ছে এন ই সির বৈঠক। ৩১ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। এতদিন ধরে এসব বৈঠকে শিলং কিংবা অন্য জায়গায় যেতে হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের। স্বাভাবিক ভাবেই ত্রিপুরায় এই বৈঠক হতে যাচ্ছে এটা আনন্দের।

সোমবার এক সাক্ষাৎকারে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রকের মন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যপালরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service