2025-03-25
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন ইনস্টিটিউশনে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ সুদীপের, স্বীকার করলেন মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের অধীন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এনআইটি এবং বিভিন্ন ইনস্টিটিউশনে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির কথা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা দৃষ্টি আকর্ষনীয় এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন।

বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন বিধানসভায় উল্লেখ করেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এনআইটি সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের জালিয়াতি চলছে। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়োগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা চাকরির জন্য হন্য হয়ে খুরছেন। এমনকী যারা চাকরি করছেন তাদেরকেও নিয়মিতকরণে অহেতুক গড়িমসি করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অথচ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উনার ছেলে, ছেলের স্ত্রী সহ গোটা পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে পাঁচজনকে চাকরি দিয়েছেন। এই পরিস্থিতি শুধু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অব্যাহত রয়েছে। জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন কিছু খবর আমার কাছেও রয়েছে। আমিও বিভিন্ন স্থান এই সমস্ত খবর পাচ্ছি। তবে পূর্ণাঙ্গ তদন্ত করে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service