জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলো প্রদেশ যুব কংগ্রেস। শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তারা আগরতলা শহরে। নীট ইউ জি পরীক্ষার ফলাফলে দুর্নীতির অভিযোগ এনে সরব বিরোধী ছাত্র সংগঠনগুলি। শনিবার আগরতলা শহরে এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।
আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর কামান চৌমুহনীতে শেষ হয় বিক্ষোভ মিছিল। সেখানে যুব কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন,বিজেপি হল যুব বিরোধী। যুবকদের স্বার্থে কোন কাজ করে না ভারতীয় জনতা পার্টি। যুবদের পরীক্ষার আগেই প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়।
বিজেপি যুবদের বেকার রেখে দাঙ্গাবাজ দলের নেতা বানিয়ে অশান্তির কাণ্ডারি বানিয়ে তুলেছে।তিনি অভিযোগ করেন, টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে নীট ইউজি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নীটের ফল যেখানে ১৬ তারিখ প্রকাশ হওয়ার কথা ছিল, সেই জায়গায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নীটের ফল প্রকাশ করা হয়।
Leave feedback about this