2026-01-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

কেন্দ্রীয় বাজেটের আগে কর সংস্কার ও বিনিয়োগ সংক্রান্ত অগ্রগতির খতিয়ান প্রকাশ করল অর্থমন্ত্রক

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ পেশের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। বাজেটের আগে মঙ্গলবার অর্থমন্ত্রক গত বাজেটে করা গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সেগুলির বাস্তবায়নে এ পর্যন্ত হওয়া অগ্রগতির বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। কর সংস্কার থেকে শুরু করে বিনিয়োগ সংক্রান্ত একাধিক বড় সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

অর্থমন্ত্রক জানিয়েছে, ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর আওতায় নতুন কর ব্যবস্থা বা নিউ ট্যাক্স রেজিমে (NTR) ব্যক্তিগত আয়করের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো কর দেওয়ার পর সাধারণ মানুষের হাতে আরও বেশি অর্থ রাখা নিশ্চিত করা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পরিবর্তনগুলি ২০২৫-২৬ অর্থবর্ষ থেকেই কার্যকর হয়েছে। এর প্রভাব করদাতারা ২০২৬-২৭ মূল্যায়ন বছরে দেখতে পাবেন।

অর্থমন্ত্রক ইনকাম ট্যাক্স বিল ২০২৫-কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। এই বিলের মাধ্যমে প্রায় ছয় দশক পুরনো প্রত্যক্ষ কর আইন বদলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, নতুন আইন বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখবে, করদাতাদের স্বস্তি দেবে এবং কর ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করবে।

কর নীতির সংস্কারের অংশ হিসেবে কর্পোরেট ট্যাক্সেও পরিবর্তন আনা হয়েছে। যেসব সংস্থা নির্দিষ্ট ছাড় ও করছাড়ের সুবিধা নেয় না, তাদের জন্য কর্পোরেট করের হার নির্ধারণ করা হয়েছে ২২ শতাংশ। পাশাপাশি নতুন ম্যানুফ্যাকচারিং সংস্থার জন্য নির্দিষ্ট সময়ের জন্য করের হার রাখা হয়েছে ১৫ শতাংশ।

ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে নতুন কর ব্যবস্থায় সহজ স্ল্যাব ও কম করহার চালু হয়েছে। এর ফলে বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনও আয়কর দিতে হবে না। বেতনভোগী কর্মীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা পাওয়ায় এই সীমা বেড়ে ১২.৭৫ লক্ষ টাকায় পৌঁছেছে।

ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে ধারা ১০(২৩এফই)-এর সুবিধাও বাড়ানো হয়েছে। এর ফলে যোগ্য সার্বভৌম সম্পদ তহবিল (SWF) এবং পেনশন ফান্ড ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করতে পারবে। এই বিনিয়োগ থেকে প্রাপ্ত ডিভিডেন্ড, সুদ এবং দীর্ঘমেয়াদি মূলধনী লাভের ওপর করছাড় বহাল থাকবে।

অর্থমন্ত্রক জানিয়েছে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার (IFSC)-এর সঙ্গে যুক্ত অতিরিক্ত কার্যকলাপ ও সময়সীমা বৃদ্ধির নিয়ম ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর আওতায় পুরোপুরি কার্যকর হয়েছে। এই পরিবর্তনগুলি ১ এপ্রিল ২০২৫ থেকে প্রযোজ্য।

সরকার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (AIF)-এর ক্ষেত্রে ‘কর সংক্রান্ত নিশ্চিততা’ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। এখন সিকিউরিটিজ থেকে হওয়া আয়ের ওপর কর সংক্রান্ত নিয়ম স্পষ্ট হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা আরও মজবুত হবে।

অর্থমন্ত্রকের মতে, আইএফএসসি সংক্রান্ত নিয়মের সম্প্রসারণ এবং অন্যান্য কর সংস্কারের মূল লক্ষ্য হলো বিনিয়োগকে উৎসাহিত করা এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তোলা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service