2024-12-19
agartala,tripura
রাজ্য

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইভিএম স্ট্রং রুমে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণদেবতাদের রায় ইভিএম বন্দি। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইভিএম গুলি স্ট্রং রুমে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটগ্রহণ করা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যারাত পর্যন্ত কিছু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন ছিল। ভোট গ্রহণ শেষে কড়া পাহারায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গণদেবতাদের রায় বন্দি ইভি এম সাতটি জায়গায় রাখা হয়।

আগরতলা উমাকান্ত একাডেমীতে রাখা হয় পশ্চিম জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের ই ভি এম। এছাড়া সিপাহীজলা জেলায় ৩ টি, উদয়পুরে একটি ও দক্ষিণ জেলায় দুই জায়গায় স্ট্রং রুমে ইভিএম রাখা হয়। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে। এক মাসের বেশি সময় ইভিএম গুলি স্ট্রং থাকবে। সারাদেশে সাত দফার ভোট শেষে ৪ জুন হবে ভোট গণনা। সেদিনই জানা যাবে গণদেবতারা কাদের পক্ষে রায় দিয়েছেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service