জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী বীর শহীদ এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা র্যালি অনুষ্ঠিত হয় চাকমাঘাট এলাকায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা-কে উত্তর কৃষ্ণপুর এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদনের জন্য ধন্যবাদ জানিয়ে আরেকটি র্যালির আয়োজন করা হয় মন্ডল কার্যালয় থেকে।
প্রথমে তিরঙ্গা যাত্রা র্যালিটি শুরু হয় চাকমাঘাট কমিউনিটি হল প্রাঙ্গণ থেকে, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মন্ডল কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর দ্বিতীয় দফার র্যালি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে চাকমাঘাট এলাকায় পরিভ্রমণ করে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এই দুইটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস, যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপির বিভিন্ন শাখার নেতা-কর্মী এবং প্রচুর সংখ্যক সমর্থক।
র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর ও মাইগঙ্গা এলাকার জনগণ দীর্ঘ ৩৫ বছর ধরে পুলিশ ফাঁড়ির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তৎকালীন সিপিআই(এম) সরকারের আমলে এই দাবি পূরণ হয়নি। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমি নিজে মুখ্যমন্ত্রীর কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আরজি জানাই।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সেই অনুরোধ গ্রহণ করে উত্তর কৃষ্ণপুর এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছেন, যা এলাকার নিরাপত্তা ও সুশাসনের জন্য একটি বড় পদক্ষেপ।”এই র্যালিগুলি ছিল শুধু কর্মসূচি নয়, এলাকাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষার প্রতি সরকারের দায়িত্বশীল সাড়া এবং উন্নয়নের পথে আরেকটি মাইলফলক বলে মনে করেন তিনি।
Leave feedback about this