জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন। এ উপলক্ষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও নানান কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি উনকোটি জেলা কমিটি। কুমারঘাট পিডব্লিউডি মাঠে দিনভর চলবে নানান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, এছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে। মহাসাড়ম্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ বিজেপি ঊনকোটি জেলা কমিটি। মঙ্গলবার এমএলএ হস্টেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস। শ্রী দাস আরও বলেন, অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রায় রূপ দিতে সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে ঊনকোটি জেলার বিজেপি।
Leave feedback about this