জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৬ সালে বিশ্রামগঞ্জ থানায় এলাকায় কিশোরী পাশবিকতা কাণ্ডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো বিশালগড় আদালত। উল্লেখ্য ২০১৬ সালে জুলাই মাসের ২৯ তারিখ দীপন দেব এবং রাজীব দেব নামের দুই যুবক স্থানীয় ১৩ বছরের কিশোরীকে বলপূর্বক ঘরে ঢুকে পাশবিকতা ও শ্রীলতা হানি করা হয় বলে অভিযোগ।
পরবর্তী সময়ে কিশোরী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুর ১২ঃ৩০ মিনিট নাগাদ বিশালগড় আদালতে বিচারক দেবাশীষ কর দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বলে জানান সরকারি আইনজীবী রিপন সরকার।
দুই অভিযুক্তকে ৪৫৫ ধারায় পাচ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার জরিমানা অনাদায়ে এক বছরের জেল, ৫০৬ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড পাচ হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল, স্পেশাল পকসো ৮ ধারায় পাচ বছরের জেল ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল সহ ৩২৩,৩৫৪ ধারায় গ্রেফতার করা হয়।
Leave feedback about this