2025-04-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

কাশ্মীরে ২৮ জন পর্যটককে হত্যার প্রতিবাদে DYFI ও TYF-এর উদ্যোগে মৌন মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় দুই জন বিদেশি সহ ২৮ জনকে হত্যা করা হয়েছে ছিল। সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সিপিআইএম জেলা কার্যালয় থেকে কর্মসংস্থানের দাবি, জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশার বিরুদ্ধে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর উদ্যোগে এক মৌন মিছিল সংগঠিত করা হয় খোয়াই শহর জুড়ে বুধবার দুপুরে।

এই দিন প্রথমেই কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিগুরু পার্কে কবিগুরুর মর্মর মূর্তির পাদদেশে এক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সবাই ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নিহতদের প্রতি ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নাবারুন দেব, রাজ্য সভাপতি পলাস ভৌমিক, বিধায়ক নির্মল বিশ্বাস ,আলয় রায়,পদ্ম দেববর্মা সহ অন্যান্যরা।

পরবর্তীতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং নেশার বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে এই মৌন মিছিলটি সিপি আই এম জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনকর খোয়াই হসপিটাল চৌহমুনী হয়ে সুভাষ পার্ক এলাকা পরিক্রমা করে সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে এসে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত নেশার বিরুদ্ধে, রেগার কাজের মূল্য বৃদ্ধি ,কর্ম সংস্থানের দাবি,খাদ্যের দাবি সহ আরো একাধিক দাবি নিয়ে এই দিন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর উদ্দোগে মিছিল সংগঠিত করা হয়।

এই দিন মিছিলে নেতৃত্বে ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন এই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়। সভাশেষে ৫ প্রতিনিধির একটি দল অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্যীর সাথে দেখা করে উনার হাত স্মারকলিপি তুলে দেন। আর অতিরিক্ত জেলা শাসক তাদের সেই দাবি সনদ গুলি উপর মহলে পাঠিয়ে দিবেন বলে তাদের কে আস্বস্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service