বৈঠকের পরই হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী! রাজনাথ সিং জানালেন, কেউ রেহাই পাবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে কি আজই পাকভূমে জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। সেনা? রাজনাথের গর্জনের পর সেই জল্পনাই এখন তুঙ্গে।
Leave feedback about this