2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কালোবাজারি রুখতে ভূমিকা নিতে হবে ডিস্ট্রিবিউটরদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিনিসপত্রের গুণগত মান বজায় রেখে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই হল বিতরণকদের প্রধান কাজ। শুধু সংগঠন করলেই চলবে না, সামাজিক কর্মসূচিতেও নিজেদের সবসময় নিয়োজিত রাখতে হবে। তবেই সমাজের মানুষ ডিস্ট্রিবিউটরদের প্রতি সুদৃষ্টি রাখবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্র নিয়ে কালোবাজারি করছে। কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে বাজারে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে। এ ধরনের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে ডিস্ট্রিবিউটরদের। কেননা সরকারের একার পক্ষে কখনোই সম্ভব না কালোবাজারি রোখা কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে ডিস্ট্রিবিউটরদের। মঙ্গলবার মহারাজগঞ্জ বাজার এমবিবি ক্লাব সংলগ্ন স্থানে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর্স এসোসিয়েশনের নতুন অফিস বাড়ির উদ্বোধন করে কথাগুলি বললেন মেয়র দীপক মজুমদার। মেয়র এদিন ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে বলেন সরকারের পাশে থেকে সরকারকে সাহায্য করলে সরকারও তাদের সাহায্যে এগিয়ে আসবে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service