2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

কালোবাজারি বন্ধ করতে বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালোবাজারি রোধে প্রশাসনিক অভিযান রবিবার সকাল থেকে বিলোনিয়া মহাকুমার বিলোনিয়া শহরের এক নং টিলা রাজিব কর্নার মতাই সহ বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস, খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলোর মধ্যে চিনি পেঁয়াজ আলু সহ বিভিন্ন বর্ণ সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুদ ভান্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য নিয়ে বিক্রি করছেন কিছু অসাধু ব্যাপসায়ীকরা।

এই অভিযোগে  খতিয়ে দেখতে এই দিনের অভিযানে গিয়ে মহকুমা শাসকের পক্ষ থেকে  বিভিন্ন ব্যবসায়ীদের তাদের সতর্ক করে দেওয়া হয় যাতে কোন রকম কালোবাজারি বাজারে নির্ধারিত মূল্যে অন্য সামগ্রী ক্রয় করার জন্য বলা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service