2024-12-16
agartala,tripura
রাজ্য

কালীপুজোর মুখে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’

জনতার কলম ওয়েবডেস্ক :- কালীপুজোর মুখে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সোমবার মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণ , বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা নিয়ে দক্ষিণ, গোমতী ও সিপাহিজলা জেলাকে সতর্ক করা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আইএমডি। জানিয়েছে,বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে (ডানা) পরিণত হতে পারে।

ডানা-র প্রভাব ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডানা ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আঘাত হানতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service