2024-12-19
agartala,tripura
রাজ্য

কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে রাজধানীর ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি। ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি। কোথাও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ঘরের ছাউনির। শনিবার রাতের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে রাজধানীর ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায়। জানা গেছে আচমকা ঝড়-শিলা-বৃষ্টিতে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।

লোকজনের বাড়ির সীমানা বেড়া, ঘরের ক্ষতি হয়েছে। রাতে বিদ্যুৎ নিগমের কর্মীরা গিয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে আসে। ফলে রাতভর আর সারাইয়ের কোন উদ্যোগ না নেওয়ায় গোটা এলাকা অন্ধকারে থাকতে হয়। স্থানীয় লোকজন চাইছেন দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service