2024-12-18
agartala,tripura
রাজ্য

কারা দপ্তরে ৫ জনের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন কারা মন্ত্রী সান্তনা চাকমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেআরবিটির মাধ্যমে নতুন করে অফার পেলেন আরো ৫ জন। কারা দপ্তরে নতুন অফারপ্রাপ্তদের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন রাজ্যের কারা মন্ত্রী সান্তনা চাকমা। দপ্তরের আধিকারিকদের পাশে রেখে সরাসরি অফার বন্টন করে কারা মন্ত্রী বলেন, ভারতবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেই সংবিধান কার্যকর হয়েছিল। তাই কারা দপ্তরে এলডিসি পদে পাঁচজনকে নিয়োগ পত্র তুলে দেওয়ার জন্য আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে।তাছাড়া নতুন অফার প্রাপ্তরা দফতরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। রাজ্য সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে তাঁরা এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service