জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল চক্রের হাত ধরে তারকাটা ভেড়া ডিঙ্গিয়ে এপারে প্রবেশ করে বিএসএফের চোখে ধুলো দিয়েও বাঁচতে পারেনি। পরবর্তী সময়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশের যুবক। তার নাম সোহেল আহমেদ। বাবার নাম শহিদুল্লাহ। বাড়ি নোয়াখালী এলাকায়। সেই যুবকের বক্তব্য এই পারে কাজের উদ্দেশ্যে আসে দালাল চক্রের হাত ধরে ওইপারের কয়েকজন যুবক মোটা অংকের টাকা তার কাছ থেকে নিয়ে তারকাটার উপর দিয়ে তাকে এপারে পাঠিয়ে দেয়।পরবর্তী সময়ে বিএসএফের হাতে ধরা খেয়ে যাই পরে বিএসএফ তাকে আটক করে তার কাছ থেকে একটি বৈধ পাসপোর্ট বাংলাদেশি, বাংলাদেশে কিছু মুদ্রা এবং বাংলাদেশী সিমসহ একটি মোবাইল উদ্ধার করে। পরবর্তী সময়ে কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফরা রবিবার রাতআটটা নাগাদ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। যদিও সেই যুবকের বক্তব্য টাকা পয়সা বেশি না থাকার ধরুন এপারে প্রবেশ করেছে কাজের উদ্দেশ্যে।
Leave feedback about this