জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ড এলাকায় বহু সমস্যা রয়েছে। বিশেষ করে কালিটিলা এলাকায় প্রথমত পানীয় জলের সমস্যা। রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা। প্রতি বছর বন্যার সময় একটা সমস্যাতো রয়েছেই। এখানে হাওড়া নদীর উপর একটি সেতুর দাবিও দীর্ঘদিনের। এলাকাবাসী চাইছেন অবিলম্বে যেন এই সমস্ত সমস্যার সমাধান হয়।
শেষ পর্যন্ত এলাকাটি পরিদর্শনে গেলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আপনজন ক্লাব থেকে ভট্টপুকুর এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য তিনি গোটা এলাকাটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলার অভিজিৎ মল্লিক সহ আগরতলা স্মার্ট সিটি প্রকল্প ও জল বোর্ডের বাস্তুকার ও আধিকারিকরা।
এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর সিদ্ধান্ত হয়। তাতে এলাকাবাসীর পরিস্রুত পানীয় জলের যে সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, মেয়র দীপক মজুমদার আগরতলা পুর এলাকার উন্নয়নে প্রায়ই বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নেও তৎপরতা দেখান।
Leave feedback about this