2025-10-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, তদন্তের নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।

মন্ত্রী মঙ্গলবার খোয়াই জেলার কল্যাণপুর মহকুমার ঘিলাতলী গ্রামের মনিপুরী পাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ২২ বছর বয়সি অজয় দেবনাথ নামে এক যুবক বিদ্যুতের তারে স্পর্শ করে মৃত্যু বরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী বলেন, “অজয় দেবনাথের মৃত্যুর খবর শুনে আমি কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ও টিএসইসিএল-এর আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসি। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি ও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। সরকার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে তাদের পাশে।”

মন্ত্রী আরও জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই বিধায়ক পিনাকী দাস চৌধুরী তাঁকে খবর দেন, এবং তারপরই তিনি সেখানে যান।

“আমি মনে করি এখানে কোনো বাহ্যিক ত্রুটি ছিল, তাই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। আমরা চাই না, এমন দুর্ঘটনা আবার ঘটুক। এত তরুণ একটি প্রাণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক,” বলেন রতন লাল নাথ।

তিনি আরও জানান, কল্যাণপুর অঞ্চলের সমস্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও খুঁটি দ্রুত প্রতিস্থাপন করা হবে। মন্ত্রী বলেন, “আমরা কল্যাণপুরের সমস্ত ত্রুটিপূর্ণ তার ও খুঁটি বদলের উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে এখানে ১৩২ কেভি সাব-স্টেশন স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।”

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service