জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কর্ণূলে প্রায় ১৩ হাজার ৪৩০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন। শিল্প, বিদ্যুৎ পরিবহণ, সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে এই প্রকল্পগুলির সম্প্রসারণ ঘটছে।
কর্ণূলে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত দ্রুত গতিতে পরিষ্কার জ্বালানি ও বিদ্যুৎ প্রাপ্যতার ক্ষেত্রে বিশ্বে নতুন মানদণ্ড স্থাপন করছে। তিনি উল্লেখ করেন, এখন দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার বেড়ে দাঁড়িয়েছে ১,৪০০ ইউনিটে।
মোদী বলেন, “রায়ালসীমা অঞ্চলসহ গোটা অন্ধ্রপ্রদেশের উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, জিএসটি সংস্কারের ফলে অন্ধ্রপ্রদেশে প্রায় ৮,০০০ কোটি টাকার আর্থিক সঞ্চয় হয়েছে, যা উৎসবের মরশুমে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী জনগণকে আহ্বান জানান ‘জিএসটি বচত উৎসব’ উদযাপনে অংশ নিতে এবং সচেতনতা বাড়াতে।
অন্ধ্রপ্রদেশের প্রযুক্তিগত অগ্রগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কর্ণূলকে ‘ভারতের ড্রোন হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ড্রোন শিল্প ভবিষ্যতের একাধিক নতুন খাতের দ্বার খুলে দেবে। মোদী উল্লেখ করেন, “২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারত হবে এক প্রকৃত ‘বিকসিত ভারত’।”
প্রধানমন্ত্রী আরও জানান, বিশাখাপত্তনমকে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। গুগল যে নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে তৈরি করছে, তা ভারতের ডিজিটাল ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে অন্ধ্রপ্রদেশকে স্থাপন করবে।
এই অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ উপস্থিত ছিলেন।
দিনভর রাজ্য সফরে থাকা প্রধানমন্ত্রী মোদী আজ সকালে কর্ণূলে পৌঁছে শ্রী ভ্রামরাম্বা মল্লিকার্জুন স্বামী বরলা দেবস্থানম মন্দিরে পূজা অর্চনা করেন। এই মন্দিরটি দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ এবং ৫২টি শক্তিপীঠের অন্যতম।
পরে প্রধানমন্ত্রীকে শ্রী স্বামী ও দেবী ভ্রামরাম্বার প্রতিকৃতি ও পোশাক উপহার দেওয়া হয়। তিনি আরও যান শ্রী শিবাজি স্পূর্তি কেন্দ্র, শ্রীশৈলমে, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের বীরত্ব ও উত্তরাধিকার স্মরণ করা হয়।
Leave feedback about this