2025-03-16
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

করোনার ভয় কাটিয়ে মানুষ আবার উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসছে: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার রাজধানীর কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের সুচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদানের মাধ্যমে নিজের অজানা, অপরিচিত অনেক মানুষকে সাহায্য করা যায়। যারা রক্তদান করে তারা নিজেরাও জানে না এই রক্ত কার শরীরে যাবে। রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে গন আন্দোলনে পরিণত হয়েছে। 

তিনি আরো বলেন, উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির হয়ে থাকে। করোনার প্রকোপ চলাকালীন সময়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। ফলে রক্তদান শিবির একটা ভাটা পড়েছিল। সেই ভয় কাটিয়ে মানুষ আবার আগের ন্যায় উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসেছে।

এইদিনের শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হীরালাল দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service