জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মপ্রচার করতে গিয়ে কমিউনিস্টের হাতে ১৭ জন সর্বত্যাগী সন্ন্যাসীকে খুন হতে হয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল ১৯৮২ সালের ৩০ এপ্রিল কলকাতার বিজন সেতুতে। প্রতিবছর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্মরণ করা হয় প্রয়াত সন্ন্যাসীদের স্মরণে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আনন্দমার্গের উদ্যোগে স্মরণ সভা করা হয়। মঙ্গলবার এবছরের কর্মসূচী পালিত হয় আগরতলায়।
এদিন বিকেলে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে একটি শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আগরতলা আনন্দমার্গ হাইস্কুলের অধ্যক্ষ আচার্য অভয় ব্রহ্মচারী সহ অন্যরা। অধ্যক্ষ আচার্য অভয় ব্রহ্মচারী বলেন,বিশ্বের ১৮২ টি দেশে আনন্দমার্গের প্রচার প্রসার চলছে। সমাজের জন্য কাজ করাই আনন্দমার্গীদের আদর্শ। তিনি বলেন, তাদের কাছে আদর্শই সবকিছু।
Leave feedback about this