জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কমলপুরের সাম্প্রতিক ঘটনার পর আহতদের শারীরিক খোঁজখবর নিতে জিবি হাসপাতালে যান তিপ্রামথা সুপ্রিমো ও প্রাক্তন এমডিসি প্রদ্যুত কিশোর মানিক্য। তিনি আহতদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অভিজিৎ মজুমদারের প্রশংসা করেন। তিনি বলেন, “আমি গত বছর থেকে অভিজিৎ মজুমদারের সঙ্গে পরিচিত। তিনি একজন প্রতিশ্রুতিশীল অফিসার, যিনি ত্রিপুরার বন্যার সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। তখন বহু কিলোমিটার হেঁটে এমন জনজাতি এলাকায় গিয়েছিলাম, যা তখন পুরোপুরি অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন ছিল।”
প্রদ্যুত কিশোর মানিক্য ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা ও তার বড় ভাইকেও দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, “যখন মানুষ সহিংসতার পথে পা বাড়ায়, তখন পুরো রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়। আমি সকল ধরনের সহিংসতা নিন্দা জানাই।”





Leave feedback about this