2024-12-20
agartala,tripura
রাজ্য

কবিতা বেহেনজির মৃত্যুতে ক্ষতি হয়েছে রাজ্যের : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয় ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ কবিতা বহেনজি প্রয়াত। অসময়েই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। আর তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। প্রয়াতের মরদেহ আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যাওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তার সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্য। সেখানে প্রয়াত কবিতা বহেনজির মরদেহের শেষ শ্রদ্ধা জানিয়ে তার আত্মার সদগতি কামনা করে অনুগামীদের সমবেদনা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার। পরে তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, রাজ্যের জন্য অনেক কিছু করেছেন কবিতা বহেনজি। রাজ্যে ভালো যা কিছু দেখতেন তা সবার সামনে তুলে ধরতেন। বামফ্রন্ট সরকারের সময়ে কাজের ক্ষেত্রে কোন কাজে গুরুত্ব দেওয়া দরকার সে বিষয়ে পরামর্শের দৃষ্টিভঙ্গি নিয়ে বলবার চেষ্টা করেছেন। বিশেষ করে নেশার বিরুদ্ধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি। যে নেশায় এখন যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এত অল্প সময়ে তার চলে যাওয়াটা ভাবায় যায় না। তার মৃত্যু প্রতিষ্ঠানের যেমন শূন্যতা তৈরি হয়েছে তেমনি ক্ষতি হয়েছে রাজ্যেরও।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service