2025-03-18
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

ককবরক ভাষা রোমান লিপিতে প্রশ্নের দাবিতে আন্দোলনে টি এস এফ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিএসই-এর মাধ্যমিকে ককবরক ভাষার পরীক্ষায় প্রশ্নপত্র বাংলা হরফে করা হয়েছে। রোমান লিপিতে করা হয়নি। এর ফলে আন্দোলনে সোচ্চার হয়েছে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন ছাত্র সংগঠন। টি এস এফ এর পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানীর কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে তাদের অভিযোগ সোমবার ককবরক ভাষার পরীক্ষা হয়েছিল।

কিন্তু প্রশ্নপত্রে ককবরক ভাষা লেখা হয় বাংলা লিপিতে রোমান লিপিতে লেখা হয়নি। এর ফলে মারাত্মক সমস্যায় পড়তে হয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। টি এস এফ এর দাবি তাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন সরকার এই সমস্যার সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান।

এদিন ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলের সামনেই চলে বিক্ষোভ প্রদর্শন। প্রসঙ্গত, আগেও টি এস এফ বহুবার এই দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু সরকার কিংবা বোর্ড তাদের সিদ্ধান্ত বাদল করেনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service