2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

কংগ্রেস – সিপিআইএম এক হলেই দিল্লির সরকার হারে : নরেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিল্লির সরকারকে হারানোর জন্য যখন বিরোধীরা এক হয় তখন দিল্লির সরকার হারে। কমিউনিস্ট কংগ্রেস এক হলে স্বাধীনতার যুদ্ধ হয় , কমিউনিস্ট কংগ্রেস এক হওয়ার ফলেই রেগা হয়েছিল। বক্তা প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া। জম্পুইজলায় কংগ্রেস তথা ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী আশীষ সাহার সমর্থনে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া জনগণের কাছে ভোট চেয়েছেন, বলেন এবার আর মোদী সরকার গঠিত হবে না কেন্দ্রে।

রাজ্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দল চরমে, আগামী কিছু দিনের মধ্যেই বেশ কয়েকজন বিধায়ক আশীষ সাহার শরণাপন্ন হবেন বলেও দাবি করেন। বলেন দেশে কমিউনিস্ট কংগ্রেস এক হলে বিপদজনক অবস্থা হয়। অটল বিহারীর সময়েও কমিউনিস্ট কংগ্রেস এক হয়ে যাওয়ার ফলে অটলবিহারী সরকার পড়ে গিয়েছিল। কেন্দ্রে গঠন হয়েছিল ইউপিএ সরকার। তখন উপজাতিদের বন আধিকার আইন পাস হয়। দেশে রেগা চালু হয়েছিল। তাই আপনাদের সতর্ক করছি, এবার মোদি সরকারের পতন হবে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা আশীষ সাহা বলেন , মথার সমর্থিতরা এই রাজ্যের বিরোধীদের সাথে থাকবে। কেননা মথা বিরোধীদের সমর্থন করবে। আজকের সভায়ও মথা কর্মীরা এসে কংগ্রেস সিপিআইএম জোটের সঙ্গে যোগাযোগ করেছে। বলেছে আমরা আপনাদের পূর্ণ সমর্থন করি। কিল্লার জম্পুই জলায় আয়োজিত জনসমাবেশে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ব্যাপক হারে পরিলক্ষিত হয়েছে।

প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া তথ্য সহকারে বিজেপির হার নিশ্চিত করে দিয়েছে। বলেন যখনই সব রাজনৈতিক দল জোট বেঁধেছে তখনই বিজেপি জোটের পরাজয় হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service