2024-12-30
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জিরানিয়া মহকুমায় রোড শো

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমরিত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জিরানিয়া মহকুমায় বড় ধরনের রোড শো। রবিবার খয়েরপুর ,জিরানিয়া ও মান্দাই বিধানসভা এলাকায় হয় রোড শো ও পথসভা। এদিন প্রথমে কর্মসূচি হয় খয়েরপুর বিধানসভা এলাকার কাশিপুরে। সেখানে হয় পথসভা । সেখান থেকে বের হয় রোড শো।

প্রার্থী আশীষ কুমার সাহার সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে , কৃষকসভার নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। এদিন খয়েরপুরে চৌদ্দ দেবতা বাড়ি সংলগ্ন এলাকায় হয় পথসভা। সর্বশেষ পথসভা হয় খয়েরপুর বাজারে। তিনটি জায়গায় পথসভা ও রোড শো ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় বাম কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে।

সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে ভোটারদের কাছেআহবান রাখেন সাহসিকতার সঙ্গে ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য । অন্যদিকে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা আহ্বান জানান ভাবনা চিন্তা করে নিজেদের মতদান যাতে ভোটাররা প্রয়োগ করেন।

 

কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জিরানিয়া মহকুমায় রোড শো

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service