জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর কে নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করতে দেননি কংগ্রেসীরা। শুক্রবার রাজধানীতে সংবিধান গৌরব অভিযানের রেলিতে অংশগ্রহণ করে বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন সদর শহর জেলা বিজেপির উদ্যোগে সংবিধান গৌরব অভিযান উদযাপন উপলক্ষে রাজধানীতে এই রেলির আয়োজন করা হয়। দেশের সংবিধান কার্যকরীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সংবিধান গৌরব অভিযান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সারা দেশের সাথে রাজ্যের দশটি সাংগঠনিক জেলায় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে রেলি সংঘটিত করা হচ্ছে। সদর শহর জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় এই র্যালির।এর নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা দেশের সাথে রাজ্যেও শুক্রবার দশটি সাংগঠনিক জেলায় এই রেলি সংঘটিত করা হচ্ছে।
তিনি জানান, আম্বেদকরকে নিয়ে সম্প্রতি কনভেনশন এবং মিছিল সংঘটিত করছে কংগ্রেস এবং সিপিআইএম দল। কংগ্রেস ও সিপিএমের এই উদ্যোগকে ঢঙ্গী হিসেবে আখ্যায়িত করে বিজেপি রাজ্য সভাপতি জানান ,এরা বারবার সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর কে অপমান করেছে।
জহরলাল নেহেরু ,ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা সবাই বাবাসাহেব আম্বেদকর কে অপমানিত করেছেন। সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর কে সংসদে প্রবেশের পথ আটকাতে কংগ্রেস তাকে নির্বাচনে জয়ী হতে দেয়নি। এই সমস্ত বিষয়গুলি জনসম্মুখক্ষে তুলে ধরার লক্ষেই সারা দেশের সংবিধান গৌরব অভিযান কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি।
এদিন সংবিধান গৌরব অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির সদর শহর জেলা কমিটির নেতৃত্বে আয়োজিত এই রেলিতে দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this