জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দুর্বল হচ্ছে রাজ্যের বিরোধী দল গুলি। রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস-সিপিএম ছেড়ে মানুষ যোগ দিচ্ছেন শাসক দল ভারতীয় জনতা পার্টিতে। শক্তি বাড়ছে বিজেপির। লোকসভা নির্বাচন দোরগড়ায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার ফের ভাঙন কংগ্রেসে।
এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় যোগদান সভা। কংগ্রেস এস সি ডিপার্টমেন্ট-র সহ- সভাপতি রসিক লাল বিশ্বাস এবার দল ছাড়লেন।
এদিন সভায় উনার নেতৃত্বে ১২ পরিবারের ৩৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে বিরোধী দল গুলিতে আরও ভাঙবে বলে জানান ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব।
Leave feedback about this