2024-12-19
agartala,tripura
রাজ্য

ওয়া উৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকৃতির কোলে সিদ্ধিলাভ করেছিলেন যুগ পুরুষ গৌতম বুদ্ধ ।গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের দিনটিকেই ওয়া উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে । মানুষের মধ্যে শান্তির বাতাবরণ জাগ্রত করেছিলেন গৌতম বুদ্ধ । বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ।দুইদিনব্যাপী রাজ্যভিত্তিক ওয়া উৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুর তৈইকর্ম দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক ২০ তম উৎসবের আয়োজন করা হয় । মগ সামাজিক সংস্থা এবং মগ সোসিও কালচারালএর উদ্যোগে আয়োজিত হয়েছে এই উৎসব। এটি মূলত মক সম্প্রদায়ের উৎসব। উৎসবের সূচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গৌতম বুদ্ধের জীবনের ভাবধারা ও আদর্শের বর্ণনা করেন ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বলেন, এই উৎসবের মাধ্যমে রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের মিলন ঘটবে । জাতীয় উপজাতি অংশের মানুষের শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জনজাতি অংশের মানুষের উন্নয়নের কাজ করে চলেছে সরকার ।এদিনের উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, এম ডি সি কনজই মগ, এম ডি সি সঞ্জীব রিয়াং, শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। ২০ তম রাজ্যভিত্তিক ওয়া ফেস্টিবেলকে কেন্দ্র করে সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনা গুলি জনসম্মুখে তুলে ধরতে মেলায় আসা লোকজনদের জন্য বিভিন্ন দপ্তরের সরকারি স্টল খোলা হয়। উদ্বোধন শেষে কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়করা সরকারি সমস্ত স্টল গুলি পরিদর্শন করেন ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service