জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে কৈলাশহরে ব্যাপক উত্তেজনা। আইনটি বাতিলের দাবীতে কৈলাশহরে মিছিল সংখ্যালঘুদের। আর মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং মিছিলকারীদের খন্ডযুদ্ধ ঘটলো। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এবার তুমুল উত্তেজনা ছড়ালো পাহাড়ি রাজ্য ত্রিপুরাতেও।
আইন প্রত্যাহারের দাবিতে শনিবার কৈলাসহরে যৌথ মথের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়েছিল। এদিনের মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল। সংখ্যালঘু অংশের প্রচুর লোক এই মিছিলে অংশ নেয়। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবির পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধেও মিছিল থেকে আওয়াজ উঠে।
সবকিছু ঠিকঠাক চললেও মাঝ পথে বিপত্তি। মিছিলটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই বুধজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় আন্দোলনকারীদের নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই একজনের উপর মৃদু লাঠি শুরু করে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী আহত হয়েছেন।
ওই ঘটনায় পুলিশ প্রায় ৭ জনকে গ্রেফতার করলে পরিস্থিতি বেগতিক হয়ে উঠে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেগিয়েছেন জেলা পুলিশ আধিকারিক ও ডিআইজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ ও বিএসএফ। চলে উভয় পক্ষ থেকেটিলাটিলি।
পূর্বনির্ধারিত সূচি অনুসারী আজ ভারত সরকারের ডাক বিভাগের সামনে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল যৌথ মঞ্চ। গন্ডগোলের জেরে মিচি ভেস্তে যায়। ঘটনাস্থলে প্রচুর জুতা এবং ইট পাটকেল পড়ে থাকতে দেখা গেছে। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। রয়েছে চাপা উত্তেজনা।
এদিকে, এদিন সোনামুড়াতেও ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে সংগঠিত করে সংখ্যালঘু অংশের মানুষ। সোনামুড়া শহরে মিছিল করার সময় তারা একটি দমকলের গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখায়। তাতে করে উত্তেজনা চরমে উঠে। শুরু হয় পুলিশ ও জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা।
Leave feedback about this